খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী নয় তিনি দেশের জাতীয় ঐক্যের প্রতীক
- আপলোড সময়: ১২:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি:-ময়মনসিংহে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দোয়া মাহফিলে বক্তাগন বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল বিএনপি নেত্রী নয় তিনি দেশের জাতীয় ঐক্যের প্রতীক।দেশের স্বাধীনতা স্বার্ভভৌমত্ব রক্ষায় তাঁর ত্যাগ দেশের মানুষ গভীর কৃতজ্ঞতায় স্মরণ করে। বিগত ফ্যাসিষ্ট সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অমানবিক আচরন করে প্রিয় নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে জনগনের আবেগের উপর নির্যাতন চালিয়ে ছিল। আজ ফ্যাসিষ্ট বিদায় হয়েছে জনগনের তোপের মুখে অপর দিকে জাতীর সব ধরনের মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন খালেদা জিয়া। ইমাম ওলামা থেকে শুরু করে দেশের প্রতিটি রাজনৈতিক দল ধর্ম, বর্ন নির্বিশেষে প্রিয় নেত্রীর সুস্থতা কামানায় দোয়া করছেন।এটাই খালেদা জিয়া নেতৃত্বে সৌন্দর্য। বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর একটি এতিম খানা মাদ্রাসায় জাতীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তাগন এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক শরীফ মাহফুজুল হক আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.আব্দুল হান্নান খান। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মিথুন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজিব হাসান সানি, যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম শিহাব, সাংস্কৃতিক জোট নেত্রী শাহানাজ বহ্নি, সাংস্কৃতিক জোট নেত্রী সুফিয়া আক্তার মায়া, জেলা শাখার সদস্য ও গফরগাঁও উপজেলার সদস্য সচিব মোঃ কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় এতিম খানা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে আসবেন এবং দেশের নেতৃত্ব দিবেন। দেশের এ সংকটময় সময়ে তাঁর নেতৃত্ব আমাদের অনেক বেশী প্রয়োজন।বিএনপিসহ দেশের ১ কোটি মানুষের দোয়া মহান আল্লাহ পাক নিশ্চয় শুনছেন। সকলের একটাই প্রত্যাশা নেত্রী সুস্থ হয়ে আবার দেশের হাল ধরবেন।









