মোহাম্মদ সেলিম, ত্রিশাল ময়মনসিংহ: -
ময়মনসিংহের ত্রিশালে এসএসসি, এইচ এসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল ইয়ুথ ফোরামের আয়োজনে ১৩ নভেম্বর বৃহস্প্রতিবার বিকেল ৩ টায় স্থানীয় টিএমসি মিলনায়তনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫ অনুষ্ঠিত। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর আক্তার হোসাইন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য ও ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডি সভাপতি মোস্তেকা আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল ইয়ুথ ফোরামের আহবায়ক প্রভাষক মমিনুল ইসলাম প্লাবন, সঞ্চালনায় ছিলেন আনসারুল ফরাজী ও মাসুমা আফরিন।
এসময় ত্রিশাল উপজেলার সকল স্কুল কলেজের প্রতিষ্ঠানগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.