বারহাট্টা উপজেলায় নতুন ইউএনও মোছাঃ জিনিয়া জামানের যোগদান
- আপলোড সময়: ১১:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ৫৩ বার পড়া হয়েছে

আরিফ বিল্লাহ জামিল,বারহাট্রা (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোণা জেলা বারহাট্টা উপজেলায় নতুন প্রশাসন ক্যাডারের অফিসার মোছা: জিনিয়া জামান নেত্রকোণার বারহাট্টায় নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন। তিনি রোববার সকালে দায়িত্ব গ্রহণ ও পরে দপ্তরিক কার্যাদি পরিচালনা করেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম কর্তৃক ২৬ নভেম্বর স্বাক্ষরিত এক আদেশে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।
বারহাট্টা ইউএনও’র সূত্র জানায়, জিনিয়া জামান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইউঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রীপ্রাপ্ত। তিনি বিসিএস ৩৭তম ক্যাডারের কর্মকর্তা। সর্বপ্রথম তিনি চাপাইনবাবগঞ্জে সহকারী কমিশনার পদে চাকুরীতে যোগদান করেন।









