ভালুকায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- আপলোড সময়: ০৮:৪২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজ:-“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক ইকবাল হেসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ডাঃ হাসমত আলী, হোসনে আরা, সদস্য শেলিনা আক্তার, সাংবাদিক শাহজাহান সেলিম, মোখলেছুর রহমান মনির প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদ’র সামনে জাতীয় ও দুর্নীতি প্রতিরোধের পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে ভালুকা গফরগাঁও সড়কে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের অংশ গ্রহনে মানববন্ধন করা হয়।









