ভালুকায় জলাতঙ্ক নির্মূলের লক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত
- আপলোড সময়: ১২:৩৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ৫২২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার (১জুন) সকালে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে ময়মনসিংহ জেলায় কুকুরকে টিকাদান কার্য্যক্রমের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মাহফুজ আরা বেগমের সভাপতিত্বে সভায় জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য রাখেন ভালুকা পৌরমেয়র ডা: এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মেহেদী হসান, স্বাস্থ্য অধিদপ্তরের ভেটেরিনারী রোগ নিয়ন্ত্রন শাখার ডা: মো: ফেরদৌস রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপার ভাইজার মোঃ আব্দুর সোহরাব কবির, স্বাস্থ্যকর্মী, ও সাংবাদিক প্রতিনিধি আলোচনায় অংশ নেন। এসময় বক্তারা ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে ময়মনসিংহ জেলায় কুকুরকে টিকাদান এমডিভি কার্য্যক্রমের সহযোগীতা ও জনগনকে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন।










