টি,আই সানি, নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার ও পৌর শহরের বিভিন্ন রাস্তার পাশে অবাধে বাসাবাড়ি বাজারের ময়লা আবর্জনা ফেলে রেখেছে। এসব ময়লা আবর্জনা খোলা স্থানে রাস্তার পাশে ফেলে রাখার কারনে পচা-দুর্গন্ধ ছড়িয়ে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারন মানুষের। এসব রাস্তায় চলতে গেলে নাকে ধরে চলতে হয়। অনেকেই পচা গন্ধের কারনে অসুস্থ্য হয়ে পরছে। সরেজমিনে দেখা যায়, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাত্র অধা কিলোমিটার দক্ষিণ এলাকার মানুষের বসবাস করতে হয় নাক-মুখ ঢেকে। শ্রীপুর- কাপাসিয়া সড়কের পাশে, ঢাকা-ময়মনসিংহ সড়কের গরগড়িয়া মাষ্টার বাড়ি, ঢাকা-ময়মনসিংহ সড়কের এমসি বাজার এলাকায়, ঢাকা-ময়মনসিংহ সড়কের রঙ্গীলা বাজার এলাকায় এবং গাজীপুরের শেষ সিমান্ত এলাকা জৈনা বাজার থেকে শৈলাট সংযোগ সড়কের পাশ দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ নাক-মুখ ঢেকে চলাচল করতে হয়।উপজেলার মানুষের জন্য এই গুলো খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয়রা জানান, বিগত তিন বছর ধরে শ্রীপুর পৌরসভার বাসাবাড়ির ময়লা-আবর্জনা এনে এখানে ফেলে যায় খোলা স্থানে সড়কের পাশে।এসব আবর্জনার স্তুপ কুকুর কাক ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে বাড়ির অঙ্গিনায় এবং রাস্তায়। বৃষ্টি হলে রাস্তা জুরে ভাসতে থাকে পচা-দুর্গন্ধ আবর্জনা। আর এসব ময়লা-আবর্জনা শ্রীপুর পৌর শহর এবং উপজেলা বিভিন্ন এলাকা থেকে এখানে এনে ফেলা হয় বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা জানান, এলাকায় শতশত মানুষেরা বসবাস করছে। ভ্যান গাড়িতে করে আবর্জনা এনে ফেলতে দেখা যায়। কিন্তু এসব বিষয়ে কেউ কথা বলতে চায়না। গোসিংগা ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হুমায়ূন কবির প্রধান বলেন, এলাকার নিরীহ লোকেরা প্রতিদিন আমার কাছে বলে পচা-দুর্গন্ধে এখানে বসবাস করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। এক বছর আগে শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের কাছে এ বিষয়টি বলেছিলাম। বলার পরও বন্ধ হয়নি ময়লা ফেলানো। স্থানীয় কবির হোসেন বলেন, আমার বাড়ি এখানেই। অনেক সময় বাড়িতে গামছা দিয়ে নাক বন্ধ করে খাবার খেতে হয়। এসব বিষয়ে দেখার যেন কেউ নেই। ময়লা থেকে জন্ম নেওয়া মশা মাছিও এলাকাবাসীর দুর্ভোগের আরেক কারণ বলে জানান কবির হোসেন। শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম প্রধান বলেন, আমি শুনেছি এখানে রাতে ময়লা-আবর্জনা ফেলা হয়। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন কাউন্সিলর।এ বিষয়ে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল আলম প্রধান বলেন, এলাকার লোকজন এখানে ময়লা ফেলানো নিষেধ করেছিল। কিন্তু ওরা নিষেধ শুনেনি, বিষয়টি নিয়ে আমি উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা মিটিং এর মাধ্যমে তুলে ধরবো। এই ময়লা যেন রাস্তার পাশে ফেলা না হয় সে বিষয়ে পদক্ষেপ নিব। অতি শিগগির এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.