ময়মনসিংহ ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

রিয়াজ মোল্লা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:-ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী শেখ (৫০) নামে এক নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাটবেলাটপুর গ্রামের ছাত্তার শেখের ছেলে। শুক্রবার সকালে স্থানীয়রা মোবারকগঞ্জ চিনিকল ফার্মের সড়কের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বারোবাজারের ইসমাইল নামে এক ব্যক্তি জানান, আমরা একসাথে বারোবাজারে শ্রমিকের কাজ করতাম। অল্প কিছুদিন হয়েছে ওমর আলী নসিমন কিনেছে। সে বারোবাজারের মাছের ভাড়া টানে। সকালে তার ফোনে ফোন দিলে রিসিভ হচ্ছিল না। পরে জানতে পারি তাকে হত্যা করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের কাটা চিহ্ন রয়েছে। এছাড়া রশি দিয়ে তার গলা পেচানো রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালীগঞ্জে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

আপলোড সময়: ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

রিয়াজ মোল্লা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:-ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী শেখ (৫০) নামে এক নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাটবেলাটপুর গ্রামের ছাত্তার শেখের ছেলে। শুক্রবার সকালে স্থানীয়রা মোবারকগঞ্জ চিনিকল ফার্মের সড়কের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বারোবাজারের ইসমাইল নামে এক ব্যক্তি জানান, আমরা একসাথে বারোবাজারে শ্রমিকের কাজ করতাম। অল্প কিছুদিন হয়েছে ওমর আলী নসিমন কিনেছে। সে বারোবাজারের মাছের ভাড়া টানে। সকালে তার ফোনে ফোন দিলে রিসিভ হচ্ছিল না। পরে জানতে পারি তাকে হত্যা করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের কাটা চিহ্ন রয়েছে। এছাড়া রশি দিয়ে তার গলা পেচানো রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে।